সিলেটে সোনালী ব্যাংকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-০৪ ০২:১২:০৩


সোনালী ব্যাংক লিমিটেড জিএম অফিস সিলেট এর  আয়জনে রাস্টমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় ও অঞ্চল প্রধান গণের অংশ গ্রহণে এসএমই ঋন বিতরন এবং খেলাপি ঋন আদায়ের  প্রতিবন্ধকতা ও কর্মকৌশল নির্ধারন বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার হবিগঞ্জের দি প্যালেস এ অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব  ও সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালক মোঃ ফাজলুল হকের সভাপতিত্বে উক্ত মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয় এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম। এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক এর প্রধান কার্যালয়ের জিএম মোঃ নূরুল ইসলাম। সিলেট অঞ্চলের রাস্টমালিকানাধীন ব্যাংক সমুহের উর্ধতন কর্মকার্তাগণ এসময় উপস্থিত ছিলেন।