ইমার্জিং এশিয়া কাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৪ ০২:৫৮:৩১


ইমার্জিং এশিয়া কাপ-২০১৮ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবারের আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু গ্রুপ পর্বের খেলা।
বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক পাকিস্তান, আরব আমিরাত ও হংকং। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, ওমান ও স্বাগতিক শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এদিন আরেক ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও হংকং।
গ্রুপ পর্ব শেষে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর কলোম্বোয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
বাংলাদেশ দল
নুরুল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক, মোহর শেখ ও খালেদ আহমেদ।