ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের মালিগ্রাম শাখা উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৪ ০৩:২৬:১০


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ, পরিচালক কাজী ওমর জাফর, স্পন্সর শেয়ারহোল্ডার কাজী একরামুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ছাড়াও রিটেল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক, মালিগ্রাম শাখার প্রধান আবুল কালামসহ ব্যাংকের অন্যান্য এক্সিকিউটিভ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।