সর্বোচ্চ শেয়ার দর কমেছে মুন্নু জুটের 

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৬:০৮:৫৮


মঙ্গলবার (০৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সোমবার মুন্নু জুটের শেয়ার দর ছিল ১৯১৬.৩০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৮০৫.৮০ টাকায়। অর্থাৎ মুন্নু জুটের শেয়ার দর ১১০.৫০ টাকা বা ৫.৭৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৮৭ শতাংশ, জিল বাংলার ৪.৫১ শতাংশ,প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৩১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.২৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৪.২০ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৪.০৬ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৩.৬৪ শতাংশ কমেছে।