বেরোবিতে ভর্তির ফল প্রকাশ ১৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৫ ১১:১০:৪৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল ১৮ ডিসেম্বর প্রকাশ হবে।
বুধবার সকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ বুধবার (৫ ডিসেম্বর) দিনের প্রথম ও দ্বিতীয় শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং তৃতীয় ও চতুর্থ শিফটে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শেষ হতে যাচ্ছে। এ বছর ছয়টি ইউনিটে ১ হাজার ৩১৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৭০ হাজার ৬৬৭ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করেন ৫৪ জন প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd অথবা এসএমএসের মাধ্যমে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।