খালেদা জিয়ার রায় স্থগিত রাখলো ইসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-০৮ ১৪:১৮:৪৯
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না, এ ব্যাপারে আপিলের শুনানি শেষ হয়েছে। তবে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করে দেয়নি নির্বাচন কমিশন। শুনানি শেষে তা স্থগিত করা হয়েছে। এর ফলে ভোটের লড়াইয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ফিরতে পারবেন কি না, তা জানার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
শনিবার (৮ ডিসেম্বর) মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানির শেষ দিনে খালেদা জিয়ার তিনটি আসনের শুনানি একসঙ্গে করেন তাঁর আইনজীবী। কারাগারে থাকায় তিনি নির্বাচন কমিশনে হাজির হতে পারেননি। শুনানি শেষে আদেশ বিকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করে ইসি।
খালেদা জিয়ার ফেনী-১ এবং বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তাঁর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।
আজ খালেদা জিয়ার পক্ষে আপিলের শুনানি করেন তাঁর আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তিনি প্রায় ২০ মিনিট সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন। এ সময় সেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন খোকনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।