শেয়ারহোল্ডারদের অসন্তোষ প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএমে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৮ ১৪:৪৩:০২
প্যারামাউন্ট টেক্সটাইলের আগের অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফা বাড়া সত্বেও কম লভ্যাংশ ঘোষনা করায় অসন্তোষ প্রকাশ করেছেন শেয়ারহোল্ডাররা। একইসঙ্গে আগামিবার লভ্যাংশের হার বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধও করেছেন।
শনিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ অসন্তোষ প্রকাশ করেছেন।
প্যারামাউন্ট টেক্সটাইলের ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.৯২ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৫ শতাংশ (৫% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু ২০১৭-১৮ অর্থবছরে ইপিএস বেড়ে ২.১৫ টাকা হলেও লভ্যাংশ কমে এসেছে ১২ শতাংশ (৭% নগদ ও ৫% বোনাস)।
এজিএমে শেয়ারহোল্ডাররা বলেন, চলতি বছরে কোম্পানির কার্যক্রম আরো প্রসারের জন্য বিভিন্ন খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হছেন। আর এই ঋণ যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারা যায়, তাহলে এই কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি হবে বলে তারা মনে করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারপারসন আনিতা হক বলেন, ক্রমপরিবর্তনশীল বিশ্বায়নের এই যুগে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নতুন নতুন অনেক ঝুঁকির সম্মুক্ষীন হতে হয়। তবে এই ঝুঁকিকে আমরা সুষ্ঠভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এবং সামনের দিনগুলোতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, ইতোমধ্যে ক্রেতা সন্তুষ্টি এবং নতুন ক্রেতাদের আকৃষ্টি করার জন্য নতুন নতুন পন্য উদ্ভাবন করছি। এরমাধ্যমে কোম্পানি অনেক এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, প্যারামাউন্ট টেক্সটাইল বিগত বছরে বিশাল অংকের বিএমআরইতে বিনিয়োগ করেছে। এছাড়া ৪৯ শতাংশ মালিকানা ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি নামক স্থানে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এইচএসডি (ডিজেল) জ্বালানী ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানে অর্থায়ন করেছে। তাই চলতি বছরে কোম্পানির পক্ষে কোনরুপ অন্তঃবর্তীকালীন লভ্যাংশ ঘোষনা করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এজিএমে কোম্পানিটির পর্ষদের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া এজিএমে আরো সাতটি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক কুমার শাহা, ফিরোজ মোর্শেদ, পরিচালক আনিতা দাসসহ আরো অনেকে।