নৌকা ও ধান নিয়ে চাঁদপুরে লড়াই করবে যারা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১২-০৯ ২১:৫৭:২৮
সব-জ্বল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুরের পাঁচটি আসনে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়েছে। আগমী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবে দুই দলের চুড়ান্ত প্রার্থীরা। এর হলেন
চাঁদপুর-১: চাঁদপুর -১ (কচুয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর। আর বিএনপির মনোনীত প্রার্থী কার্যনির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন।
চাঁদপুর-২: চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নুরুল আমিন রুহুল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।
চাঁদপুর-৩: চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর-৪: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত সাংবাদিক নেতা মোহাম্মদ শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শিল্পপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান।
চাঁদপুর-৫: (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এবং বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
তারা সবাই নিজ নিজ দলের পক্ষে চুড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাজেদুল রহমান খান এর কাছে।