আজ থেকে শুরু ভ্যাট সপ্তাহ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-১০ ১১:২৭:৫১
আজ সোমবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস। এবার দিবসের পাশাপাশি ১০-১৬ ডিসেম্বর সপ্তাহব্যাপী ভ্যাট সপ্তাহ উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সকাল সাড়ে ৮টায় এনবিআরের সামনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভ্যাট দিবসটি শুরু হয়।
মূল্য সংযোজন করকে (মূসক বা ভ্যাট) অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে প্রতি বছর উদযাপিত হয় জাতীয় ভ্যাট বা মূসক দিবস। এবার ভ্যাট দিবসের স্লোগান হচ্ছে- ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’।
এনবিআর অষ্টমবারের মতো এ দিবস পালন করা হচ্ছে। আর ১০ ডিসেম্বর তৃতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো।
বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলন করেন।
আজ বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।