স্বপ্ন পূরণের পথে ওরিয়ন ফার্মা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-১০-২৭ ১৯:৫৩:৪১
ওষুধ সামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে ওরিয়ন ফার্মা বিশ্বমানের কোম্পানি হবার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু করেছিল তা বাস্তবায়নের পথে। ইতিমধ্যে আমরা দেশের সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি হিসেবে জায়গা করে নিতে সক্ষম হয়েছি।
এছাড়া ওরিয়ন ফার্মা আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বাড়াতে নতুন বাজার ধরার লক্ষে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য রেজাউল করিম।
সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে কোম্পানির ৫৩তম বার্ষিক সাধারন সভায় (এজিএম) এসব কথা বলেন তিনি। এর আগে কোম্পানির চেয়ারম্যান ওবায়দুল করিম’র সভাপতিত্বে এজিএম শুরু হয়।
রেজাউল করিম বলেন, আমাদের সমন্বিত বার্ষিক প্রতিবেদনে (২০১৬) প্রকাশিত আর্থিক প্রিভিলিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টসের (সাফা) অনুষ্ঠানে ২য় পুরস্কার অর্জন করেছে।
এছাড়া দ্বিতীয়বারের মত এই কোম্পানিকে ইনস্টিটিউট অব চ্যার্টার্ড আকাউন্ট (আইসিএমবি) পুরস্কার প্রদান করেছে। ওরিয়ন ফার্মর এরুপ স্বীকৃতি আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, ওরিয়ন ফার্মা শীঘ্রই বিশ্বমানের ওষুধ উৎপাদন শুরু করবে। সে অনুযায়ী কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে শেয়ারহোল্ডারদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শেষ অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি আয়, নগদ অর্থপ্রবাহ ও লাভ অর্জনের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখেছে জানিয়ে কোম্পানির চেয়ারম্যান ওবায়দুল করিম বলেন, এ অগ্রযাত্রার পিছনে শেয়ারহোল্ডারদের অবদান সবচেয়ে বেশি।
আমাদের কোম্পানি যে গৌরব অর্জন করেছে তার সম্পূর্ণ ভাগীদার শেয়ারহোল্ডাররা। এজন্য শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এজিএমে ২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।
শেয়ারহোল্ডাররা ওরিয়ন ফার্মার বার্ষিক প্রতিবেদন স্বচ্ছ হয়েছে জানিয়ে কোম্পানির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া কোম্পানির এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য পরিচালনা পরিষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।