উন্নয়ন প্রতীকের নৌকাকে বিজয়ের বিকল্প নেই : নাহিম রাজ্জাক
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-১০ ২১:৩২:৫২
গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি বাংলাদেশের পথযাত্রা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইয়াং বাংলার কেন্দ্রীয় আহবায়ক, শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নাহিম রাজ্জাক এমপি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বিগত যে কোন সরকারের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্টোরেলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প অব্যাহ রাখতে আগামী ৩০ তারিখ নৌকাকে বিজয়ী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।
আজ সোমবার বিকেলে রাজধানীর পল্টনে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা আয়োজিত এক মতিবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন- ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা সভাপতি আসাদুজ্জামান আজম।
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন প্রতীকের নৌকাকে বিজয়ী করতে এ সভার আয়োজন করা হয়। সভায় সাবেক মন্ত্রী, আধুনিক শরীয়তপুরের রুপকার আব্দুর রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর জেলা যুবলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশীদ গোলন্দাজ, শরীয়তপুর জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী শাকিল,
সি. সহ-সভাপতি ফারুক আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকা সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাদবর, সহ-সভাপতি রেজাউল করিম গনি, সদস্য বোরহান উদ্দিন, ডামুড্যা উপজেলা সমিতি নেতা মুজিবুর রহমান প্রমূখ।
নাহিম রাজ্জাক এমপি বলেন, আওয়ামী লীগ উন্নয়ন রাজনীতি করে, আর্দশিক রাজনীতি। বিগত ৭ বছরে ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জে ৪৭৬ কোটি টাকার রাস্তা-ঘাট উন্নয়ন হয়েছে। ১৯২টি ব্রিজ নির্মিত হয়েছে। ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মান হয়েছে। এমন কোন গ্রাম নেই সেখানে রাস্তা করা হয়নি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছেছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় বলেই এসব সম্ভব হয়েছে। তাই দেশের ও নিজেদের উন্নয়নের ভাগ্যযাত্রা অব্যাহত রাখতে ৩০ তারিখ নৌকা ভোট দিতে হবে।
এসময় কর্মের তাগিদে ঢাকায় থাকেন-তারা এলাকায় গিয়ে নিজের পরিবার এবং আশপাশের মানুষ উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নাহিম রাজ্জাক।