শমরিতা হাসপাতালের লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১০ ১৯:১৪:৩১
পুঁজিবাজারের তালিকাভুক্ত শমরিতা হাসপাতালের ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। আজ এম এইচ শমরিতা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ মিলনায়তন, ১১৭ লাভ রোড, তেজগাঁও, ঢাকা-১২১৫ এ কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে ১২% নগদ লভ্যাংশ অনুমোদনসহ বিদায়ী অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। কোম্পানির ভাইস চেয়্যারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন।