নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনী চায় ৯৮৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১১ ১৪:৫৫:১০
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ৯৮৯ কোটি টাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দের পরিকল্পনা নির্বাচন কমিশনের (ইসি)।তবে বিভিন্ন বাহিনী চাহিদা দিয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। অতিরিক্ত এ চাহিদা পূরণে ভাবতে হচ্ছে ইসি কে।
নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচনী কাজে নিয়োজিত করা ও অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাওয়ায় এ বৈঠক হয়।
নির্বাচনে সব থেকে বেশি বরাদ্দ চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে, ৪২৮ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১ কোটি টাকা চেয়েছে আনসার-ভিডিপি। এছাড়া নির্বাচনী দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে চাওয়া হয়েছে ৭২ কোটি টাকা। এর বাইরে নির্বাচনে সেনাবাহিনীর জন্য ৫০ কোটি টাকাসহ র্যাবের পক্ষ থেকে ৫০ কোটি ও কোস্টগার্ডের পক্ষ থেকে ৮ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেই বরাদ্দ চাওয়া হয়েছে মোট ৯৮৯ কোটি টাকা।
তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দ ৭০০ কোটি টাকা।
এক সূত্রে জানা যায় নির্বাচনে ৭০০ কোটি টাকার বাজেট থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা ছিল ইসির। এখন তাদের যে চাহিদা, তাতে নির্ধারিত বাজেটে তাদের রাজি করাতে বেগ পেতে হবে।