কোহিনূর কেমিক্যালের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১১ ১১:২০:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রষায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস।

কোহিনূর কেমিক্যাল কম্পানির (বিডি) ৩১তম বার্ষিক সাধারণ সভা সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সভায় ২০১৭-১৮ অর্থবছরের নিরীক্ষিত হিসাববিবরণী ও কম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় ও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম শমসের আলী ও কাজী মামুন-উল-আশরাফ, পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আবুল খায়ের।

সান বিডি/এসকেএস