২ কোম্পানির এজিএম বুধবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১১ ১১:২৮:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১২ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- এসিআই লিমিটেড ও এসিআই ফরমুলেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই ফরমুলেশন লিমিটেডের এজিএম আগামীকাল সকাল ৯ টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
এসিআই লিমিটেডের এজিএম আগামীকাল সকাল ১১ টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১১৮.৫০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১১৫ শতাংশ নগদ এবং সাড়ে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
সান বিডি/এসকেএস