বীমার আওতায় আছে সায়হাম টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-১১ ১২:৩৭:৩০
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলসের পরিত্যক্ত কাপড় ও সুতার গুদামে আগুন লেগেছে।
গতকাল মঙ্গলবার, রাত ১০টার দিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট।
কোম্পানি সূত্রে জানা গেছে ওই অগ্নিকান্ডের সাথে মূল কোম্পানির আয় ব্যায় ও উৎপাদনের কোনো সম্পর্ক নেই। কোম্পানির উৎপাদন সম্পর্ন চালু রয়েছে। আগুন সম্পর্ন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা মনে করা হচ্ছে। তবে আসলে কত টাকা ক্ষতি হয়েছে সেটা জানতে আরো কিছু সময় লাগবে।
ওই গুদাম ও মালামালের বিপরীতে সম্পুর্ন বীমা কাভারেজ রয়েছে।
এ বিষয়ে কোম্পানি সচিব নেয়ামত উল্লাহ সানবিডিকে বলেন, কারখানার গুদাম ঘরে আগুণ লেগেছে। তবে কত টাকার আর্থিক খতি হয়েছে, তা জানতে একটু সময় লাগবে।