আজও ব্যর্থ ইমরুল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১১ ১৩:৫০:৫৯
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন ওপেনার লিটন দাস। তামিমের সঙ্গে ওপেন করতে নামেন তিনি। এরপর ক্রিজে আসেন ইমরুল কায়েস। কিন্তু প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন তিনি। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে।
ওপেনার তামিম ইকবাল ১৪ রানে ক্রিজে আছেন। মুশফিক খেলছেন ৫ রানে। ওসানে থমাসের বলে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার আগে লিটন ৫ রান করেন। সুস্থ হলে আবার ব্যাটে নামবেন তিনি। তারপর উঠে যাওয়ার পর ব্যাটে নামা ইমরুল কোন রান না করেই ফিরে। প্রথম ম্যাচে মাত্র ৪ রান করেন আগের সিরিজে রেকর্ড রান করা ইমরুল কায়েস।