আইএসএনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ বিনিয়োগকারীরা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১২ ১০:২৬:৪৩
সমাপ্ত অর্থবছরের জন্য ভ্যাংশ ঘোষণা করে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা আটকে দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন অভিযোগ করে সুষ্ঠু তদন্ত করে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিনিয়োগকারীদের পক্ষে অ্যাডভোকেট মো. খায়রুল আমান নামের এক বিনিয়োগকারী।
ওই বিনিয়োগকারীর বিও আইডি ১২০৯৪০০৪৩৫৫৭৯৮১। কমিশন ও এক্সচেঞ্জকে লেখা চিঠিতে তিনি বলেন, আইএসএন ২০১৮ হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয় ৪৮ পয়সা, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দেখানো হয় ১ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দেখানো হয় ১২ টাকা ৫৬ পয়সা। একইভাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও তারা ১০ পয়সা ইপিএস দেখিয়েছে, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২১ পয়সা।
কোম্পানির আর্থিক প্রতিবেদনবিশ্লেষণ করলে দেখা যায়, কোম্পানিটি ভালো অবস্থানে চলে আসছে এবং এখানে বিনিয়োগ করা যায়। রেকর্ড ডেটের পর তার পোর্টফোলিওতে আসন্ন বোনাস শেয়ারও প্রদর্শন করছিল। কিন্তু ১০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ মারফত তিনি জানতে পারেন কোম্পানি পূর্বঘোষিত লভ্যাংশ বাতিল করে এজিএম সম্পন্ন করে। এরপর শেয়ারদর কমছেই। এতে তিনিসহ শত শত বিনিয়োগকারী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
অভিযোগকারীর দাবি, লভ্যাংশ ঘোষণা করে আবার তা বাতিল করে কোম্পানির মালিকপক্ষ কারসাজি করেছে। তাই বিষয়টি তদন্ত করার পাশাপাশি ঘোষিত লভ্যাংশ বহাল রাখতে কোম্পানিকে বাধ্য করার দাবি তার।
প্রসঙ্গত, লভ্যাংশের খবরে মাত্র ৬ কার্যদিবসে আইএসএন শেয়ারের দর ২৮ থেকে ৪৬ টাকায় উঠে যায়। তবে এজিএমে তা অনুমোদন না হওয়ার খবরে তা প্রতিদিন কমে আবারো ৩৪ টাকার ঘরে নেমে এসেছে।