শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছালেন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১২ ১৪:৫০:০৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর দুইটা পাঁচ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে পৌঁছেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
এর আগে বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার পথে রওনা হন শেখ হাসিনা।
বুধবার বিকেল ৩টায় তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফার রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।