সিলেটে শুল্ক কর্মকর্তার ওপর হামলা

জেলা প্রতিনিধি আপডেট: ২০১৮-১২-১৩ ১৩:০২:২৭


সিলেটের তামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবি সদস্যদের হামলার প্রতিবাদে গতকাল কর্মবিরতি পালন করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সব কর্মকাণ্ড বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারণে গতকাল সকাল থেকে বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস ও ডেলিভারি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। এতে বেশকিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। তবে দুপুর ১২টা থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। কর্মবিরতি শেষে বেলা ১টার পর বন্দরে পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস ও ডেলিভারি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব ইসলাম জানান, সিলেটের তামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবির কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হামলার ঘটনার প্রতিবাদে এর আগে আমরা মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করেছি। তারই অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। আমাদের প্রতিবাদের অন্য কোনো ভাষা নেই, তাই কাজকর্ম বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি সমাধা হওয়া পর্যন্ত কেন্দ্রীয়ভাবে ঘোষিত সব কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানিয়েছেন।