সিভিও উৎপাদন বন্ধ রাখবে দুই সপ্তাহ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১২:১৭:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডে কারখানার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও আধুনিকয়ানের জন্য প্রায় দুই সপ্তাহ বা ১৫ দিন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ ১৭ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকবে।

কোম্পানিটি জানায়, এই সময় কোম্পানিটির পণ্য ডেলিভারি বিভাগ ও রিসিভিং বিভাগের কাজ চালু থাকবে। আর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও আধুনাকিয়ানের পর কোম্পানির উৎপাদন প্রক্রিয়া আবার চালু হবে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৮ পয়সা।

সান বিডি/এসকেএস