টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৮-১২-১৭ ১২:২৯:৩৭
প্রথম ম্যাচেই সিলেটের লাক্কাতুরায় টস জিতলেন সাবিক আল হাসান এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি জয়ের মিশন। সিলেটেই শেষ হয়েছিল ওয়ানডে সিরিজ। সেখান থেকেই শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজ।
শিশির সমস্যার কারণে সিলেটের টি-টোয়েন্টি ম্যাচটির সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়। যে কারণে বেলা আড়াইটার পরিবর্তে ম্যাচ শুরু হচ্ছে দুপুর সাড়ে ১২টায়।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।