জাপানে রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪২
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১২:৩৬:৪৮
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাপ্পোরোতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি রেস্তোরাঁ দুমড়ে-মুচড়ে গিয়ে আগুন ধরে যায়।
এতে ৪২ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনএইচকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার রাতে সাপ্পোরোর তয়োহিরা শহরের ওই রেস্তোরাঁয় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গোটা রেস্তোরাঁটি দুমড়ে-মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজে নেমে পড়েন।
দোকানটির ধ্বংসস্তূপ থেকে ৪২ জনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।