শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১৩:২৯:৫৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাটে নেমে শুরুতে চার উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ১১ রানের মাথায় ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। পরের ওভরেই ফেরেন লিটন দাস। চতুর্থ ওভারে কাটা পড়েন সৌম্য সরকার। এরপর রান আউট হন মুশফিক। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে।
সাকিব আল হাসান ৩১ রানে ব্যাট করছেন। সঙ্গী মাহমুদুল্লাহ খেলছেন ৮ রানে। তার আগে তামিম ইকবাল-সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ৫ রান করে আউট হন। লিটন দাস করেন ৬ রান।
পূর্ণাঙ্গ সিরিজ শেষ লেগে এসে ঠেকেছে। উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ এ ম্যাচে আরিফুল হক ও বাম হাতি পেসার আবু হায়দার রনি দলে নিয়েছে। এছাড়া শেষ ওয়ানডে খেলা সাইফউদ্দিন আছেন একাদশে। তিন পেসার নিয়ে নামায় দলে জায়গা হয়নি পেসার রুবেল হোসেনের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচটি ছিল দিবা-রাত্রির। কিন্তু ম্যাচ এগিয়ে শুধু দিনের আলোয় নিয়ে আসা হয়েছে। সে হিসেবে ম্যাচে টস হার বা জিত খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বৃষ্টির সম্ভবনা টসটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বৃষ্টি হলে পরে ব্যাট করা দলের পড়তে হবে কিছুটা বিপাকে।