রপ্তানিতে সিআইপি পুরস্কার পাচ্ছে পুঁজিবাজারের ৭ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৭ ২২:৩৭:১৫


দেশের রপ্তানি বণিজ্যে বিশেষ অবদানের জন্য ১৩৭ প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি, রপ্তানি) নির্বাচন করেছে সরকার। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠান রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, কিন্তু তার অন্য প্রতিষ্ঠান তালিকাভুক্ত এমন ব্যক্তি রয়েছে।

ইপিবির তথ্য মতে, ২০১৬ সালের জন্য সিআইপি কার্ড পাবেন ১৩৭ জন ব্যক্তি ও এফবিসিসিআইয়ের ৪১ পরিচালক।

সূত্র মতে, পুঁজিবাজারের কোম্পানিগুলোর মধ্যে-স্কায়ার ফার্মাসিটিউক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, বস্ত্রখাতের তসরিফা ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মহিম হাসান, প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, মতিন স্পিনিং এর পরিচালক মোহাম্মদ হাসান ইমাম, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল আউয়াল এবং বেঙ্গল প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন।

আগামীকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কারওয়ান বাজারের টিসিবি ভবনের অডিটোরিয়ামে বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত এসব ব্যক্তিদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামসহ ইবিপি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

২০১৩ সালের সিআইপি নীতিমালা অনুসারে, ২০১৬ সালে মোট ১৯ খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, এগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রফতানি পণ্য।

সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস, ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু সুবিধা পাবেন। এ ছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রফতানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন। বাণিজ্য সংগঠনে পদ বহাল থাকা বা পরবর্তী সিআইপি ঘোষণার আগ পর্যন্ত সুবিধা পাবেন সিআইপি (বাণিজ্য) নির্বাচিত ব্যক্তিরা।