জেনেক্স ইনফোসিসের আইপিও লটারি বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১০:৫২:৩১
সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি জেনেক্স ইনফোসিসের আইপিও লটারি আগামীকাল ২০ ডিসেম্বর,বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইনঞ্জিনিয়ার্স ভবন, রমনা,ঢাকায় কোম্পানির লটারি অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২ কোটি শেয়ারের বিপরীতে প্রায় ৩৫.৭৫৩ শতাংশ বেশি আবেদন পড়েছে।
এর আগে কোম্পানিটি গত ২৯ নভেম্বর আইপিওর চাঁদা গ্রহণের কাজ সম্পন্ন করেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম কমিশন সভায় কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটিকে পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
এ টাকা কোম্পানিটি কল সেন্টারের ব্যবসা সম্প্রসারণ, আংশিক ঋণ পরিশোধ এবং আইপিও খরচে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৯ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৬ টাকা।
জেনেক্স ইফোসিসের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে। আর এ কোম্পানিতে জেনেক্স ইনফোসিসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার হোল্ডিং রয়েছে। সাবসিডিয়ারি এ কোম্পানির হিসাব নিরীক্ষা সহ জেনেক্স ইনফোসিসের সমন্বিত ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০২ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া শেয়া্র প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩.৯৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
সান বিডি/এসকেএস