কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী কারাগারে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৩:৫৮:০৯
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রেজা আহমেদ বাচ্চু তার বিরুদ্ধে থাকা নাশকতার মামলায় স্থায়ী জামিন নিতে বুধবার আদালতে যান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রেজা আহমেদ বাচ্চুর ছেলে শিশির এসব তথ্য নিশ্চিত করেছেন।