এসবিএসি ব্যাংকের সঙ্গে সিটি হাসপাতালের চুক্তি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-১৯ ১৪:২৮:৪৬
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর লালমাটিয়া সিটি হাসপাতালের মধ্যে গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং সিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট লে. কর্নেল (অব.) ডাঃ মোঃ রফিকুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, সিএফও মোঃ মাসুদুর রহমান এফসিএ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, হেড অব মার্কেটিং মোঃ মোস্তাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হাসপাতালের সবধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন