ডিএসইর কমেছে মুনাফা ও লভ্যাংশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৪:৪১:৪২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের অর্থবছরের তুলনায় ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফা কমেছে। একইসঙ্গে কমেছে লভ্যাংশ ঘোষণার পরিমান। তবে আগের অর্থবছরে রিজার্ভ থেকে লভ্যাংশ দিলেও এ বছর লাগছে না।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ডিএসইর পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসইর ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৫৬ টাকা হিসাবে ১০১ কোটি ১ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মোট ৯০ কোটি ১৯ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হবে। বাকি ১০ কোটি ৮২ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে ডিএসইর শেয়ারপ্রতি ০.৬৯ টাকা হিসাবে ১২৩ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এর বিপরীতে লভ্যাংশের পরিমাণ ছিল ১০ শতাংশ নগদ বা ১৮০ কোটি ৩৮ লাখ টাকা। ওই অর্থবছরে মুনাফার অতিরিক্ত ৫৬ কোটি ৪৭ লাখ টাকা রিজার্ভ থেকে দেওয়া হয়েছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সান বিডি/এসকেএস