৪ দিনের ছুটিতে পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৬:১২:২০


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে চলতি মাসের ২৮-৩১ তারিখ পর্যন্ত দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখিত কারণে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের ব্যাংকের বার্ষিক হিসাব সমাপ্ত করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের দিন দেশে সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। ওই দুদিন সপ্তাহিক সরকারি ছুটির ব্যাংক বন্ধ থাকবে। ভোটের পর দিন ৩১ ডিসেম্বর দেশের ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করবে। ওই দিন সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। তাই টানা ৪দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

সান বিডি/এসকেএস