নকল ফোন ও জ্যামারসহ ১১ জন আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৮:১১:০৫


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) আইএমইআই  নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার জব্দসহ ১১ জনকে আটক করেছে। জব্দকৃত হ্যান্ডসেট ও যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

১৮ ডিসেম্বর রাতে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে অভিযান চালিয়ে এসব হ্যান্ডসেট ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। অভিযানে বিটিআরসিকে সহযোগিতা করেছে র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার উল আলম।

তিনি জানান, আইএমইআই নম্বরের মাধ্যমে প্রস্তুত নকল হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামারের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ১০ দিন থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমাণ আদালত আইনের মাধ্যমে ১০ টি মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সানবিডি/এনজে