গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে  নিহত ৬ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২০ ১৯:০৮:১৬


গোপালগঞ্জের হরিদাসপুরে বাস-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলা হরিদাসপুরের নিমতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সানবিডি/