মেহজাবিন শুধু অভিনেত্রীই নন সফল ইউটিউবারও
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২১ ১৬:০০:৪৯
মেহজাবিন এখন শুধু অভিনেত্রীই নন একজন সফল ইউটিউবারও। ইউটিউব চ্যানেল খোলার দুই মাস পার হতে না হতেই চ্যানেলটির সাবস্ক্রাইবার একলক্ষ ছাড়িয়েছে।
ছোট পর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহজাবিন। একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করেই চলেছেন। মাস দুয়েক আগে নতুন পরিচয়ে হাজির হয়েছেন তিনি।
গত সোমবার দিবাগত রাত ১২টায় মেহজাবিনের ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’র এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে। খুব দ্রুতই তিনি পেতে চলেছেন সিলভার প্লে-বাটন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
মেহজাবিন বলেন, ‘শুটিংয়ের ফাঁকের সময়গুলোতে ছোট ছোট করে ভিডিও করতাম, পরে এগুলো ইউটিউবে আপলোড করতাম। ছোট্ট থেকে এভাবে একটা বড় কিছু হতে যাচ্ছে ভাবতেই ভালো লাগছে। অভিনেত্রীর পাশাপাশি এখন ইউটিউবারও হয়ে গেলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য।’
গত ১৭ অক্টোবর মেহজাবিন শখের বশে জোভানের সঙ্গে ‘র্যাপিড ফায়ার’ সেগমেন্টের একটি ভিডিও আপলোড করেছিলেন তার চ্যানেলে। ঝটপট প্রশ্নে চটপট উত্তর এমন একটি ভিডিও শুরুতেই বেশ সাড়া ফেলে।
এরপর একে একে মেহজাবিনের এই ইউটিউব চ্যানেলে র্যাপিড ফায়ার, টিকটক টো সেগমেন্টে অভিনেতা মাহফুজ আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, ইরফান সাজ্জাদ, নাট্যনির্মাতা আশফাক নিপুণও অংশগ্রহণ করেন, যা মেহজাবিন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
এদিকে গত মঙ্গলবার মেহজাবিন শেষ করেছেন সজীব মাহমুদের নির্দেশনায় ‘শুভ্রা কাহন’ নাটকের কাজ। এই নাটকে তার সঙ্গে ছিলেন ইরফান সাজ্জাদ।
সানবিডি/এনজে