সিলেটে পৌঁছেছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২২ ১১:২৭:৩৪


আসন্ন নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছেছেন।

শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পুণ্যভূমি সিলেটে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন শেখ হাসিনা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর ২টায় জনসভা শুরু হবে।