৫০ লাখ টন জ্বালানি তেল রফতানি কমাল রাশিয়া
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২২ ১৩:৪৪:২২
রাশিয়ার জ্বালানি তেল উত্তোলন খাতে তুলনামূলক চাঙ্গাভাব বজায় রয়েছে। বাড়তে বাড়তে গত অক্টোবরে দেশটির কূপগুলো থেকে সোভিয়েত-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। তবে বাড়তি উত্তোলন হলেও চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানিতে মন্দাভাব দেখা গেছে। এ ১০ মাসে রুশ রফতানিকারকরা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০ লাখ টন কম অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। রুশ প্রতিষ্ঠান ট্রান্সনেফটের প্রধান নিকোলাই তোকারেভ এ তথ্য জানিয়েছেন। খবর অয়েলপ্রাইসডটকম ও সিএনবিসি।
এক সাক্ষাত্কারে নিকোলাই তোকারেভ জানান, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২১ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১ শতাংশ কম। এক বছরের ব্যবধানে রাশিয়া থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে প্রায় ৫০ লাখ টন বা ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ব্যারেল।
তবে গত ১০ মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিমাণ কমলেও জ্বালানি পণ্যটি রফতানি বাবদ রুশ রফতানিকারকদের আয় আগের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রুশ রফতানিকারকরা সব মিলিয়ে ১০ হাজার ৬৫৯ কোটি ডলার আয় করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৬ শতাংশ বেশি।
আন্তর্জাতিক বাজারে ২০১৭ সালের তুলনায় বাড়তি দাম বজায় থাকায় গত ১০ মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ রুশ রফতানিকারকদের আয় বাড়তির দিকে রয়েছে। তবে ওপেকের চুক্তির আওতায় বৈশ্বিক সরবরাহে লাগাম টানার কারণে এ সময় দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে মন্দাভাব বজায় ছিল বলে জানান ট্রান্সনেফট প্রধান।
এদিকে রফতানি খাতে মন্দাভাব বজায় থাকলেও রাশিয়ার কূপগুলো থেকে চলতি বছর রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে। এ ধারাবাহিকতায় গত অক্টোবরে রাশিয়ায় জ্বালানি পণ্যটির মাসভিত্তিক উত্তোলন সোভিয়েত-পরবর্তী সময়ে সর্বোচ্চে পৌঁছে যায়।
রুশ জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার নিজস্ব কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। তবে নভেম্বরে দেশটিতে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ব্যারেলে। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে রাশিয়ায় জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমেছে ৪০ হাজার ব্যারেল।
টনের হিসাবে গত নভেম্বরে সব মিলিয়ে ৪ কোটি ৬৫ লাখ ৩২ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে রাশিয়া। গত অক্টোবরে দেশটির কূপগুলো থেকে মোট ৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল। অর্থাৎ এক মাসে রাশিয়ায় জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১৭ লাখ ৩০ হাজার টন। নভেম্বরে রাশিয়ায় জ্বালানি পণ্যটির উত্তোলন আগের মাসের তুলনায় সামান্য কমলেও তা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।