নতুন বছর থেকে ডিএসইর মোবাইল অ্যাপস ফি ১৫০ টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৩ ১৩:৩২:০৪


যেসব বিনিয়োগকারী ডিএসই মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন করছেন তাদের আগামী বছর ২০১৯ সাল থেকে প্রতি মাসে ১৫০ টাকা করে ফি দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১লা জানুয়ারি, ২০১৯ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর জন্য সকল ট্রেকহোল্ডারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ৯ মার্চ থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনের নতুন মাত্রা যুক্ত করে। চলতি বছরের জুন মাস শেষে ডিএসই মোবাইল অ্যাপস মাধ্যমে লেনদেনে করছে প্রায় ৩১ হাজারের কাছাকাছি বিনিয়োগকারী।

সান বিডি/এসকেএস