ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা চলছেই, আবারো আটক দুই
আপডেট: ২০১৫-১১-০৬ ১৫:৪১:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা চলাকালী সময়ে দুইজনকে আটক করা হয়।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ জানান, মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতির অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার হল থেকে আব্দুস সালাম ও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুবায়দুল ইসলাম নামে দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ