বিডি সার্ভিসেসের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৪ ১১:১৪:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডে সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ২৭ ডিসেম্বর সকাল ৭টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি অনিবার্য কারণে এজিএমের সময় পরিবর্তন করেছে।

এছাড়া এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

উল্লেখ্য, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য বাংলাদেশ সার্ভিসেস এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪২ পয়সা (নেতিবাচক)।

সান বিডি/এসকেএস