আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা দরকার : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২৪ ১৪:৪৫:৪৮


রাজধানী ঢাকার চারপাশে নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণে দেশে উন্নয়ন হয়েছে।যে পরিকল্পনা সামনে নেওয়া হয়েছে সে ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগের ফের ক্ষমতায় আসা দরকার।
সোমবার (২৪ ডিসেম্বর) কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারাই অবৈধভাবে ক্ষমতায় এসেছেন, তারা শুধু নিজেদের ভাগ্য গড়েছেন।
আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি। তারা শুধু নিতে পারে। আর আওয়ামী লীগ শুধু দিতে জানে।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন আসনগুলোতে মহাজোটের প্রার্থীদের জন্য ভোট চান প্রধানমন্ত্রী।