কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৬.৯৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২৪ ১৫:১৫:৩০


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.৯৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৪২ জন। ১৫৮টি স্কুল থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, এ বছর জেএসসি পরীক্ষায় মোট ২ লাখ ৯২ হাজার ৮১১জন পরীক্ষায় অংশ নিয়েছিল। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭২৫ জন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৮১৪ জন ছাত্র এবং ১ লাখ ৫০ হাজার ৯১১ জন ছাত্রী।