রাওয়ার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধণা দেওয়া হল
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-২৪ ১৭:৫২:১৪
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য মেজর (অব.) খন্দকার নুরুল আফসার রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে এক্সিম ব্যাংক পরিবার।
ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এক অনুষ্ঠানে মেজর (অব.) খন্দকার নুরুল আফসারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. শহিদুল্লাহ, মো. নূরুল আমীন ফারুক, একেএম নুরুল ফজল বুলবুল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, এক্সিম ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি
কমিটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক ড. এইচএম শহীদুল ইসলাম বারাকাতী, মাওলানা মোহাম্মাদ আবদুর রাজ্জাক ও অধ্যাপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেজর (অব.) খন্দকার নুরুল আফসার রাওয়ার চেয়ারম্যান নির্বাচিত হন।