প্রবৃদ্ধি বাড়াতে সচেষ্ট আমরা নেটওয়ার্কস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৪ ২৩:৩৪:১০
আমরা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফারহাদ আহমেদ বলেছেন, আমরা সব সময় কোম্পানির প্রবৃদ্ধি বাড়াতে কাজ করছি। আমরা চাই সবাইকে নিয়ে ভালো থাকতে।
ঢাকার গুলশানে ডেল্টা লাইফ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ। এসময় তিনি শেয়ারহোল্ডারদের স্বাগত জানান।
ফারহাদ আহমেদ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের আইসিটি খাতে অনেক প্রবৃদ্ধি হয়েছে। আমরা নেটওয়ার্কস লিমিটেডও এ-বছর তার কর্ম-পরিধিতে বৈচিত্র্য আনতে সচেষ্ট ছিল। আগামী দিনেও এটি অব্যহত থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন,শেয়ারহোল্ডারবৃন্দের স্থিতিশীল প্রবৃদ্ধি ও মুনাফা নিশ্চিত করতে আমাদের বিনিয়োগে প্রাধান্য পেয়েছে। হালনাগাদ অবকাঠামো তৈরী ও নতুন দক্ষতা সৃষ্টি হয়েছে। যেখানে ছিল তথ্যপ্রযুক্তি-বাজারে অন্যতম শীর্ষস্থান ধরে রাখার সুস্পষ্ট লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির বিধি অনুযায়ী সৈয়দ ফারুক আহমেদ ও ফাহমিদা আহমেদ যথাক্রমে কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন। আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল) ২০১৮ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কোম্পানিকে সহযোগিতা ও কোম্পানি পরিচালনায় অবদান রাখার জন্য অংশীদার, শেয়ারহোল্ডার, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানান। পর্ষদ ২০১৮ সালে কঠোর পরিশ্রম, আত্মোৎসর্গ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করায় তাঁর সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ ও ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জহরুল সৈয়দ বখ্ত, কোম্পানি সচিব এ.কে.এম কামরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক।