ড. কামালের সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৪:৩৮:৫৭


সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সূত্র বলছে, সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ‘অশোভন’ আচরণ, পক্ষপাতিত্ব ও দলীয় স্ট্যান্ডবাজি এবং প্রার্থীদের গ্রেফতারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যূতে কথা বলবেন ড. কামাল হোসেন।
মূলত এ জন্যই জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।