যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলে সাড়ে ৬ শতাংশ দাম কমল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৬ ১৫:২৪:৪৪


তহবিল ছাড় নিয়ে জটিলতার জের ধরে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। বড়দিনের ছুটির পর এ জটিলতা আরো বাড়লে পুরোপুরি অচল হয়ে পড়তে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অচলাবস্থার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাড়ে ৬ শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৫০ ডলার ৪৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ৩ ডলার ৩৩ সেন্ট কম। ২০১৭ সালের ২২ জুনের পর এটাই ব্রেন্ট ক্রুডের সর্বনিম্ন দাম।

একই চিত্র দেখা গেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামেও। সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম ব্যারেলে ২ ডলার ৯১ সেন্ট কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিইটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৪২ ডলার ৬৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ৮২ শতাংশ কম।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১১ শতাংশ কমে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল। এর মধ্যে যুক্ত হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অচল হয়ে যাওয়ার আশঙ্কা। এছাড়া দেশটির শেয়ারবাজারে চরম দরপতনের কারণেও জ্বালানি তেলের বাজার মন্দার মুখে পড়েছে।