বাড়ির পথে ঢাকার মানুষ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-২৬ ১৯:০১:০৩
নির্বাচনকে ঘিরে মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা শেষ নেই। সবাই ছুটে চলছেন নিজ নিজ গ্রামে ভোট দিতে। এ কারণে রাজধানী ঢাকার শহরে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসস্ট্যান্ড গুলোতে মানুষের ভিড়।
দেখা গেছে, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, কর্মব্যস্ত শহর ততই ফাঁকা হয়ে হচ্ছে। জীবিকার তাগিদে রাজধানীতে অস্থায়ীভাবে বসবাস করা লাখো মানুষ ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরছেন। কারণ ঢাকায় বসবাস করা বেশিরভাগ মানুষ দেশের বিভিন্ন এলাকার ভোটার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। বুধবার গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর মিরপুরে সাইদুর নামের এক বেসরকারি চাকরিজীবী বলেন, ‘বাড়ি যাচ্ছি। অফিস থেকে ৫ দিনের ছুটি নিয়েছি। ভোটের পর আবার ঢাকায় ফিরে আসবো। নিজের পচ্ছেন্দের ব্যক্তিকে ভোট দিতে চাই। আমার এলাকায় একজন যোগ্য প্রতিনিধি আসবেন এই আশায় বাড়িতে ভোট দিতে যাচ্ছেন বলে জানান।
গাবতলী বাসস্ট্যান্ডে বসে আছেন বাসের জন্য সাদ্দাম, শাহীন, জয়প্রকাশ ও কাদের। তাদের সঙ্গে কথা হলে তারা জানান, দিনাজপুরে বাড়ি যাচ্ছেন ভোট দিতে। এবারই প্রথম ভোটার হয়েছেন তারা। তাই আগেই বাড়ি যাচ্ছেন। ভোট কেন্দ্রে যাবেন তারা ভোট দেবেন। তবে কেমন প্রার্থীকে ভোট দেবেন সে বিষয়ে আগেভাগে কিছুই বলেতে চান না এই শিক্ষার্থীরা। তাদের মতো এমন অনেকে গাবতলী বাসস্ট্যান্ডে এসেছেন বাড়ি যেতে। কেউ নির্বারিত বাস খুঁজতে ব্যস্ত, কেউ বাস কাউন্টারে দাড়িয়ে টিকিট নিচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঢাকায় বসবাস করা অনেক মানুষ বাড়ি ফিরছেন।
হানিফ কাউন্টারের ম্যানেজার বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোটের কারণে গত দুই সপ্তাহ থেকে অনেক মানুষ বাড়ি ফিরছেন। এ কারণে স্বাভাবিক সময়ের চাইতে বর্তমানে তাদের টিকিট বিক্রি বেড়ে গেছে। তবে টিকিটের মূল্য আগের মতো রাখা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে যারা বাড়ি যাচ্ছেন তাদের অধিকাংশ মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন। ভোটের পর আবারও ঢাকায় ফিরে আসবেন। নির্বাচনের পরে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখি টিকিটের চাপ বেশি থাকবে বলেও জানান হানিফ কাউন্টারের ম্যানেজার।