পুঁজিবাজারে আজ বছরের শেষ লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১১:৪৮:৫৯


সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন এবং ব্যাংক হলিডের কারণে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা চার দিন (শুক্রবার থেকে সোমবার) সব ব্যাংক বন্ধ থাকবে। এ ৪ দিন পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে।

সে হিসেবে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৮ সালের শেষ কার্যদিবস। এই দিনে পুঁজিবাজারের শেষ লেনদেন হচ্ছে।

২৮ ও ২ ‍ ৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

সান বিডি/এসকেএস