ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কবার্তা দিতে সক্ষম নতুন প্রযুক্তি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ১৭:৫৪:৪৫
ইন্দোনেশিয়া সমুদ্রের তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট সুনামি শনাক্ত করে আগাম সতর্কবার্তা দিতে সক্ষম একটি নতুন প্রযুক্তি স্থাপনের ঘোষণা দিয়েছে ।
আগামী বছর নতুন এ প্রযুক্তি স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছে ‘অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাপলিকেশন অব টেকনোলজি’ সংস্থা।
সরকারি সংস্থাটির মুখপাত্র আইয়ান তুরিয়ান বলেন, নতুন প্রযুক্তি ঢেউয়ের আকার শনাক্ত করে সুনামির সতর্কতা জানাবে।
সুমাত্রা ও জাভা দ্বীপের মাঝে অবস্থিত দেশটির বর্তমান প্রযুক্তি শনিবার সন্ধ্যায় আছড়ে পড়া সুনামির আগাম বার্তা দিতে ব্যর্থ হয়েছে। বিবিসি।