বায়রা লাইফকে সাড়ে চার কোটি জরিমা করলো আইডিআরএ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-২৭ ২১:১৩:০৭
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআর) বেসরকারি বীমা কোম্পানি বায়রা লাইফ ইন্স্যুরেন্সকে ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। বীমা আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
আইডিআরএ পরিচালক কামরুল হক মারুফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বীমা আইন ২০১০ এর ৩০ ধারা অনুসারে প্রতিবছর কোম্পানির দায় মূল্যায়ন করেনি এবং বীমা আইনের ৩২ ধারা মোতাবেক দায় মূল্যায়নের প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর দাখিলও করেনি।
এ কারণে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক প্রতিবছরের জন্য আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকা এবং বিগত ৭ বছর ধরে আইন লঙ্ঘন অব্যাহত থাকায় প্রতিদিন ৫ হাজার টাকা হিসেবে ১ অক্টোবর ২০১২ থেকে ১২ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকাসহ সর্বমোট ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।