আমরাও ভোট কেন্দ্র পাহারা দেব: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-২৯ ১৮:৪৮:১৮
কালো মেঘ কেটে গেছে। এখন আর শঙ্কা বলতে কোনো শব্দ নেই। সবদিকে নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। জনগণ যেন নিশ্চিন্তে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরাও ভোট কেন্দ্র পাহারা দেব। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিসে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে ভোটকেন্দ্র পাহারা দেবে। বিএনপি যেন ভোট বানচাল করতে না পারে সেজন্য আমরাও ভোটকেন্দ্র পাহারা দেব।
বিএনপির ফোন আলাপের বিষয়ে তিনি বলেন, তারা পরাজয় নিশ্চিত জেনে সরে যাওয়ার পাঁয়তারা করছে। তারা ২০-৩০টি আসনের বেশি পাবে না।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, মাহমুদুর রহমান ও জেলা যুবলীগের ইমন ভট্ট উপস্থিত ছিলেন।