ভোট দিলেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-৩০ ০৯:৪৮:৩৭


রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ রোববার সকাল ৮টা ৫০ মিনিটে কেন্দ্রে গিয়ে ভোট দেন প্রবীণ এই আইনজীবী।
এসময় তার সঙ্গে স্ত্রী হামিদা হোসেন, বড় মেয়ে ব্যারিস্টার সারা হোসেন ও ছোট মেয়ে দীনা হোসেন এবং সারা হোসেনের মেয়ে ছিলেন।
এর আগে সকাল ৮টায় দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পুরুষ ভোটারের বেশি উপস্থিতি লক্ষ করা গেছে। সে তুলনায় নারী ভোটারের উপস্থিতি একটু কম।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।